ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকদের নেতৃত্বে ‘ব্রিটিশ হেলথ এলায়েন্স’

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১, ২২:২০
অ- অ+

ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকদের নেতৃত্বে লন্ডনে স্বাস্থ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘ব্রিটিশ হেলথ এলায়েন্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হয় সংগঠনটির। ব্রিটেনের শীর্ষস্থানীয় এনএইচএস চিকিৎসকদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ গবেষণা প্রতিষ্ঠানে রয়েছেন বিভিন্ন পেশার অভিজ্ঞজনরা। পার্লামেন্ট সদস্য থেকে শুরু করে স্বাস্থ্যবিষয়ক গবেষকরা।

সম্পূর্ণ অলাভজনক স্বাধীন এ প্রতিষ্ঠানটি রোগীদের সাথে আলোচনার মাধ্যমে স্বাস্থ্য পলিসি নির্ধারণের ব্যাপারে সরকারকে সহযোগিতামূলক কাজ করবে এবং তৃণমূলের মানুষের স্বাস্থ্যগত ধারণা সরকারের স্বাস্থ্যনীতিতে প্রতিফলন ঘটানো সংগঠনটির মূল লক্ষ্য। মহামারি করোনার আক্রমণের পর ব্রিটেনের স্বাস্থ্য পরিস্থিতি কেমন হবে এবং তা থেকে কিভাবে দ্রুত উত্তরণ করা যায় তা নিয়ে গবেষণা শুরু করেছে সংগঠনটি। এই স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানটি শুধু ব্রিটেনেই নয় তারা বিশ্বের অন্যান্য দেশের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং সেসব দেশের স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের স্বাস্থ্যসেবা নিয়ে ‘ব্রিটিশ হেলথ এলায়েন্স’ কাজ করবে বলে জানিয়েছে।

‘ব্রিটিশ হেলথ এলায়েন্স’-এর চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত, এনএইচএস এর সিনিয়র চিকিৎসক আনোয়ারা আলী। ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর নাদী হাকিম, সেক্রেটারির দায়িত্ব পালন করবেন ডা. এমা হোগান এবং কোষাধ্যক্ষের দায়িত্বে রয়েছেন মায়াঙ্ক প্যাটেল।

এছাড়াও অন্যান্য দায়িত্বে রয়েছেন- ডা. নোশাবা খিলজী, ডা. হায়দার জাব্বার, কাউন্সিলর শাদ আদহ, ডা. র‌্যাচেল জয়েস, আতিক রহমান, এ্যাশ জামান।

ভার্চুয়াল অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন- ব্রিটিশ সরকারের স্বাস্থ্যবিষয়ক কমিটির সদস্য এবং ব্রিটিশ হেলথ এলায়েন্সের কো-প্রেসিডেন্ট ডা. জেমস ডেভিস এমপি।

এসময় স্বাস্থ্য এবং প্রতিষ্ঠানের পরিকল্পনার উপর আলোচনায় অংশ নেন- প্রতিষ্ঠানের উপদেষ্টা বোর্ডের সদস্য জয় মরিসি এমপি এবং লন্ডন সিসিজি-এর চেয়ার স্যার প্রফেসর স্যাম এভারিংটনসহ নতুন কমিটির সদস্যরা।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা