সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন, সম্পাদক হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৪০
অ- অ+

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মামুন ফরাজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের সময়ের আবুল হাসান হৃদয়।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

এর আগে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।

সংগঠনটির মোট ভোটার এক হাজার ২৬৬ জন। তবে ভোট দিয়েছেন ৭৭৫ জন ভোটার।

দুটি প্যানেলে এবারের নির্বাচেন ১১টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩৩ জন। কার্যনির্বাহী সদস্য পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচিত হয়েছেন ১১ প্রার্থী।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আলোর আনঞ্জুমান আরা শিল্পী।

যুগ্ম সম্পাদক হয়েছেন জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সেতু, দপ্তর সম্পাদক মনির আহমেদ জারিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌফিক অপু।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রানা, আ হ ম ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দিন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দিন, মো. আব্দুল অদুদ, মো. সাফায়েত হোসেন।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা