কুর্মিটোলায় পৌঁছেছে টিকা, প্রয়োগের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২১, ১৩:৪৬| আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৪:০৫
অ- অ+

নানা আলোচনা সমালোচনার পর দেশে শুরু হচ্ছে মহামারি করোনার প্রতিষেধক টিকা প্রয়োগ। বুধবার বিকাল তিনটায় ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ডের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে দেয়ার মাধ্যমে শুরু হচ্ছে টিকাদানের এই কর্মসূচি। গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হবেন প্রধানমন্ত্রী।

ইতিমধ্যে নির্ধারিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছে গেছে টিকা। ইপিআই বিভাগ সকালে ২০০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, গণভবন প্রান্ত থেকে প্রথম পাঁচজনকে টিকা দেয়া দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কীভাবে করোনার টিকা দেয়া হবে তা দেখতে সবার চোখ এখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের দিকে। আজ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ মোট ২৫ জনকে টিকা দেয়া হবে।

টিকাদান কর্মসূচিকে কেন্দ্র করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তৈরি করা হয়েছে মঞ্চ।

হাসপাতাল ভবনের প্রবেশ মুখ থেকে ভেতরের মঞ্চ পর্যন্ত ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। মঞ্চের বাইরে একটি বড় পর্দায় টিকাদান দৃশ্য দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

সকাল থেকে সেখানে গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতি আছে টিকাদান কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা