হরিণাকুণ্ডুতে নৌকা প্রতীকের এজেন্টকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২১, ১৭:২১

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাচনে ভোট চলাকালে সাগর হোসেন (৪০) নামে নৌকা প্রতীকের এক এজেন্টকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার বেলা ১১টার সময় হরিণাকুণ্ডু পৌরসভার মান্দারতলা জোড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা কেন্দ্রের ১ নং বুথে ঢুকে দুইটি ব্যালট বাক্স ভাঙচুর করে। এদিকে, হামলার পর ভোটগ্রহণ সাময়িক বন্ধ হয়ে যায়।

হামলায় আহত সাগর হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফারুক হোসেন জানান, পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে সাগর হোসেন তুষার নৌকা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট চলাকালে ওই এলাকার একদল সন্ত্রাসী সাগরের উপর হামলা চালায় এবং সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে আহত সাগরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, এ হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সেলিম রেজা জানান, এ ঘটনায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোটগ্রহণ স্বাভাবিক হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :