এ কে আজাদ আইসিসি বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৩

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স; (আইসিসি) বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট শিল্পপতি, হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

আইসিসি বাংলাদেশ-এর এক নির্বাহী বৈঠকে তাকে নির্বাহী বোর্ডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। গতকাল সোমবার এ বৈঠক হয় বলে জানা গেছ। ২০২০ সালের ১ জুলাই লতিফুর রহমানের মৃত্যুতে ভাইস প্রেসিডেন্টের পদটি শূন্য হয়েছিল।

দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী এ কে আজাদ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সাবেক সভাপতি।

তার জন্ম ১৯৫৯ সালে ফরিদপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে ব্যবসায় সম্পৃক্ত হন। পাট, বস্ত্র, চা ও তৈরি পোশাক শিল্প ব্যবসায় তিনি দীর্ঘদিন ধরে জড়িত।

দীর্ঘদিন ধরে তিনি জাতীয় অর্থনীতিতে অনন্য আবদান রেখে চলেছেন। তিনি দৈনিক সমকালের প্রকাশক ও চ্যানেল ২৪- এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি জড়িত।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :