অবৈধভাবে কাঠ বিক্রি, রিয়াদে ৫ বাংলাদেশি শ্রমিক আটক

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৩| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৮
অ- অ+

সৌদি আরবে অবৈধভাবে কাঠ বিক্রি করতে গিয়ে আটক হয়েছেন ৫ বাংলাদেশি শ্রমিক। তাদের সঙ্গে আটক হয়েছেন এক সুদানি শ্রমিকও। রিয়াদ থেকে তাদের গ্রেপ্তার করেছে সৌদির পরিবেশ রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী (এসএফইএস)।

আরব নিউজের খবরে বলা হয়েছে, অবৈধভাবে স্থানীয় আগুনকাঠ বিক্রি করছিলেন তারা। তাদের কাছ থেকে ১০৭৫ টন আগুন কাঠ জব্দ করা হয়েছে। তবে আটক হওয়া ব্যক্তিদের পরিচিতি ও বিস্তারিত উল্লেখ করা হয়নি।

সৌদি আরবে স্থানীয় কাঠের গাছ কাটা, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ। এটি দেশটিতে চারণভূমি ও বন আইনের লঙ্ঘন।

এসএফইএসের মুখপাত্র মেজর রেইদ আল-মালেকি বলেছেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সুরক্ষা খাতের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হবে। এরই মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, জব্দ করা কাঠ পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা