‘মাদকাসক্ত’ ভাইকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৩
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ বাড্ডায় এক ব্যক্তিকে তার ছোট দুই ভাই হাত-পা বেঁধে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম সৈয়দ আব্দুল আলা।

বুধবার সকালের এই ঘটনায় দুই ভাইকে আটক করেছে পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।

বাড্ডা থানার পরিদর্শক ( তদন্ত ) আবু সাঈদ ঢাকাটাইমসকে বলেন, নিহত সৈয়দ আবদুল আলা তার বাবা ও ছোট দুই ভাইয়ের সঙ্গে বাড্ডার একটি বাসায় ভাড়া থাকতেন। আবদুল আলা মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই তার বাবা ও ভাইদের মারধর করতেন।

আবু সাঈদ বলেন, ‘বুধবার সকালে আবদুল আলা নেশার টাকার জন্য তার বাবাকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে তার দুই ভাই মোহাম্মদ আলী মিঠু ও সৈয়দ মুসা মনি সৈয়দ আবদুল আলার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করেন। এরপরে তারা লাঠি দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন।’

পুলিশ কর্মমকর্তা আবু সাঈদ বলেন, খবর পেয়ে বাড্ডা থানা পুলিশ ওই বাসায় গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরে আটক করা হয় মোহাম্মদ আলী মিঠু ও সৈয়দ মুসা মনিকে। এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
জমি বিরোধের জেরে দুই লাখ টাকায় স্ত্রীকে হত্যা, ৪ আসামি গ্রেপ্তার
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা