রাজধানীতে ভবন থেকে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৫
অ- অ+

রাজধানীর ওয়ারী পদ্মনিধি লেনের একটি ভবনের ছয় তলা থেকে হাসান (১২) নামের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সোহেল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে ঘটনাটি ঘটে। পদ্মনিধি লেন ৮/১/এ সাততলা ভবনটির ছয়তলার একটি রুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানতে তদন্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের খালাতো ভাই আজিজুল ইসলাম বলেন, হাসান ছয় মাস ধরে আমাদের বাসায় থাকতো। হাসানের বাবা মজনুর সঙ্গে ওর মায়ের ছড়াছড়ি হয়। এর পর থেকে সে আমাদের বাসায় থাকে। আমাদের আজকে সকাল ১০ টার দিকে সবাই মিলে কক্সবাজার যাওয়ার কথা ছিল। চুরির উদ্দেশ্যে রাতে বাসায় কেউ ঢুকলে হাসান হয়ত দেখে ফেলে। পরে তাকে হত্যা করেছে বলে আমাদের ধারণা।

তিনি আরো জানান হাসানের গ্রামের বাড়ি শরীয়তপুরে জাজিরা উপজেলার মজনু মিয়ার সন্তান। দুই ভাই দুই বোনের মধ্যে সে তৃতীয়।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
ঢাকায় বেলারুশ দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
আরপিও সংশোধনে অষ্টম কমিশন সভা বৃহস্পতিবার, জানুন সভার আলোচ্যসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা