মাগুরায় গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৬
অ- অ+

মাগুরা সদর উপজেলার রূপাটি গ্রামে গৃহবধূ সালমাকে (১৯) তার শ্বশুরবাড়ির লোকেরা গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ ঘটনার পর থেকে গৃহবধূ সালসমার স্বামী রাজুসহ শ্বশুরবাড়ির লোকেরা পলাতক রয়েছে।

নিহত গৃহবধু সালমা মাগুরা সদরের আমুড়িয়ার গ্রামের প্রবাসী ইয়ানুর হোসেনের মেয়ে।

গৃহবধূ সালমার ফুফু জোসনা বেগম অভিযোগ করে জানান, মাত্র পাঁচ মাস আগে জগদল রূপাটি গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাজুর (২২) সাথে সালমার বিয়ে হয়। এ অবস্থায় শনিবার সকাল ৮টায় সালমার শ্বশুরবাড়ি থেকে মোবাইল ফোনে জানায় সালমা মারা গেছে। খবর শুনে তারা সালমার শ্বশুরবাড়ি রূপাটি গ্রামে এসে দেখেন মৃত সালমার গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে রাখা হয়েছে। এ সময় ওই বাড়ির কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তবে রূপাটি গ্রামের বাসিন্দা ও প্রতিবেশী মোহন মোল্যা জানান, সালমা স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তারা জানতে পেরেছে।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা