অভিনয়ে চলচ্চিত্র নির্মাতা রিয়াজুল রিজু

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৭
অ- অ+

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রটির নাম ২ ঘন্টা ১০ মিনিট। এটি পরিচালনা করছেন মুন্তাহিদুল লিটন। সম্প্রতি ঢাকার অদূরে সাভারে শুরু হয়েছে নতুন এই চলচ্চিত্রের শুটিং।

এ প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা রিয়াজুল রিজু বলেন, থিয়েটারে অভিনয়ের মাধ্যমে আমার মিডিয়ায় যাত্রা শুরু হলেও পরবর্তীতে নির্মাতা হিসেবেই পরিচিতি লাভ করি। তবে অভিনয়ের নেশা পিছু ছাড়েনি, তাই মাঝে মাঝেই অভিনয় করি। তবে এবারই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি।

তিনি আরো বলেন, পরিচালককে ধন্যবাদ জানাই আমার অভিনীত প্রথম চলচ্চিত্রেই প্রধান চরিত্র দেওয়ার জন্য। চলচ্চিত্রটিতে মৃত্যুদূত, সৎ মানুষের প্রতিচ্ছবি হিসেবে আমি অভিনয় করছি, এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আশা করছি ভালো কিছুই হবে।

পরিচালক মুন্তাহিদুল লিটন বলেন, রিজু ভাই অসম্ভব মেধাবী একজন মানুষ নির্মাণের পাশাপাশি অভিনয়ও দুর্দান্ত করেন। ২ ঘন্টা ১০ মিনিট চলচ্চিত্রটি ভিন্ন ধারার ও গল্পের ছবি, যেখানে নেই কোন কথিত মাসালা সিনেমার মশলা। ছবিটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। গল্পে থাকবে উত্তেজনা। গল্পে রিজু ভাইয়ের চরিত্রটি গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আমার বিশ্বাস তিনি চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন।

শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির সহযোগী পরিচালক হিসেবে আছেন আমিনুল ইসলাম শাওন। রিয়াজুল রিজু ছাড়া আরো অভিনয় করছেন তানভীর তনু, মানষী প্রকৃতি, প্রবীণ অভিনেতা ববি, জ্যাকি আলমগীরসহ অনেকে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা