পুলিশ ইচ্ছা করে প্রেসক্লাবের ঘটনাটি ঘটিয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৩
অ- অ+
ফাইল ছবি

কর্মসূচি পালন করাকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর দায় চাপালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, পুলিশ ইচ্ছা করেই এই ঘটনা ঘটিয়েছে।

রবিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

সকালের সংঘর্ষে পুলিশ-ছাত্রদল কর্মীদের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরাও আহত হয়েছেন। অনেকেই রক্তাক্ত হয়েছেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল দাবি করেছেন, সমাবেশে পুলিশের লাঠিচার্জে তাদের ৪৯ জন নেতাকর্মী আহত হয়েছেন। আর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছাত্রদল নেতাকর্মীদের হামলায় তাদের দশজনের বেশি সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ ইচ্ছা করে এ ঘটনা ঘটিয়েছে।’

কর্মসূচি পালনে পুলিশের অনুমতির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রেসক্লাবের সামনে তো সবসময় এ ধরনের সভা-সমাবেশ হয়। কে কখন অনুমতি নেয়। আমরা তো অন্যান্য সমাবেশ অনুমতি নিয়েই করি।’

আর ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘পুলিশের মারধরে আহত ৪৯ নেতাকর্মীর আমরা চিকিৎসা করিয়েছি। এরমধ্যে ১৫ জন গুরুতর আহত। এছাড়া লাঠিচার্জের ফলে আরও অনেকে আহত হয়েছেন।’

সমাবেশে অনুমতির বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘সভা সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। একদিকে সরকার ঢাকঢোল পিঠিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, অন্যদিকে আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। গণতন্ত্র হত্যা করছে। এটা হাস্যকর। জনগণ স্বাধীনতার স্বাদ পাচ্ছে না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে।’

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা