‘মাহবুব তালুকদার নয়, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন সিইসি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১১:৩৭| আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৬:৫৩
অ- অ+

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ইসির ভাবমুর্তি ক্ষুন্ন করেননি, বরং সিইসিই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু বিতারিত হয়েছে।

বুধবার সকালে মিরপুরে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সিইসির নূন্যতম লজ্জাবোধ থাকলে তিনি ইসি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না। বরং নিজের অপকর্মর জন্য অনুশোচনা করতেন। দেশের গণতন্ত্রের ধ্বংসের জন্য দায়ী এ সিইসি।

কারাগারে লেখক মুশতাকের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ থেকে সাড়ে ১০ এসে সংক্ষিপ্ত সমাবশ হয়।

সমাবেশ শেষ হওয়ার আগেই পুলিশ এসে সমাবেশে বাধা দেয় এমন অভিযোগ করে রিজভী দাবি করেছেন, পুলিশ বিএনপির ৪ কর্মীকে আটক করে নিয়ে গেছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক দফতর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবি থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রুপনগরের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মজিবুল হকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

(ঢাকাটাইমস/৩মার্চ/বিইউ/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা