ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডব ও আগারের ঘূর্ণিতে অজিদের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২১, ১৫:২৪| আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৫:৪৬
অ- অ+

ব্যাট হাতে ৩১ বলে ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭০ রান করে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেন গ্লেন ম্যাক্সওয়েল। পরে বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৬টি উইকেট নেন স্পিনার অ্যাশটন আগার। তাতেই বড় জয় পেল সফরকারী অস্ট্রেলিয়া। বুধবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৬৪ রানে হারিয়েছে অজিরা। তবুও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

এদিন ওয়েলিংটনে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে তারা। ওপেনিংয়ে নেমে অধিনায়ক অ্যারোন ফিঞ্চ ৪৪ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৯ রান করে দলকে ভালো সূচনা এনে দেন।

ওয়ানডাউনে নামা জস ফিলিপে ২৭ বলে ৪৩ রান করেন। চার নম্বর পজিশনে নেমে ৩১ বলে ৭০ রান করেন ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট নেন ইশ সোধি।

পরে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ১৪৪ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। এজন্য তিনি বল খেলে ২৮টি। ২৭ বলে ৩৮ করেন ডেভন কনওয়ে। দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন ৫ জন।

অজি স্পিনার অ্যাশটন আগার টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার সেরা বোলিং করেন। শুধু টি-টোয়েন্টি ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো ফরম্যাটে এটি সেরা বোলিং ফিগার আগারের। এছাড়া ২৪ রান দিয়ে ২টি উইকেট নেন মেরেডিথ। বাকি দুইটি উইকেট অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসনের দখলে। ম্যাচসেরা হন অ্যাশটন আগার।

(ঢাকাটাইমস/৩ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা