নির্মাণ কাজ সম্পন্নের দুই বছরেও চালু হয়নি ক্লিনিকটি

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২১, ১৫:২৮

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়ন টাংগুয়ার হাওর এলাকার পাটলাই নদীরপাড়ের কমিউনিটি ক্লিনিকটির নির্মাণ কাজ শেষ হয়েছে ২০১৯ সালে। অথচ এখনও ক্লিনিকটিতে চালু হয়নি চিকিৎসা সেবা। এছাড়াও রয়েছে ক্লিনিকটি নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ।

অন্যদিকে, যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত হাওরাঞ্চলের গ্রামের শিশু, বৃদ্ধা, গর্ভবতী নারীরা দিনের পর দিন চিকিৎসা সেবা নিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

অভিযোগ রয়েছে, সরকার প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ক্লিনিক চালু করলেও এটি এখনও চালু হয়নি। ফলে চিকিৎসা সেবা নিতে ব্যাপক ভোগান্তিতে পড়ছেন উপজেলার ১২টি গ্রামের মানুষের। বিশেষ করে এই গ্রামের গর্ভবতীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

জানা গেছে, অবহেলিত এই হাওড়পাড়ের মানুষের স্বাস্থ্যসেবার স্বার্থে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুজরাই গ্রামের রমেন্দ্র বর্মন নামে এক শ্রমজীবী ব্যক্তি কমিউনিটি ক্লিনিক নির্মাণের জন্য ভূমি দান করেন। দানকৃত ভূমিতে এইচ,ই,ডি(হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট)তাদের নিয়োগপ্রাপ্ত কন্ট্রাক্টরের মাধ্যমে এই ক্লিনিকের নির্মাণ কাজ শুরু করে। প্রায় সাত বছর আগে অনিয়ম আর দুর্নীতির মধ্য দিয়ে ক্লিনিকটির নির্মাণ কাজ শেষ করে ২০১৮ সালে। কিন্তু বৃষ্টি হলেই ক্লিনিকের ছাদ দিয়ে পানি পড়ে। এছাড়াও নির্মাণ কাজের অন্যান্য অংশও ঝুঁকিপূর্ণ। এরপর ২০১৯ সালে ইরা (হেলথ ওয়াস) প্রকল্প তাহিরপুরের মাধ্যমে পুনরায় কাজ সমাপ্ত করা হলেও এখনও চালু হয়নি স্বাস্থ্যসেবা।

এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কমিউনিটি ক্লিনিকে দায়সারাভাবে নিন্মমানের উপকরণ দিয়ে কাজ সম্পূর্ণ করেছে। বিষয়টি জানানোর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলেই নেয় নি। ইরা হেলথ ওয়াস প্রকল্পের মাধ্যমে পুনরায় এ ক্লিনিকের নির্মাণ কাজ করা হলেও চালু করার যেন কেউ নেই।

ক্লিনিকের পাশ্ববর্তী মন্দিয়াতা গ্রামের বাসিন্দা শফিক মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের এই প্রত্যন্ত হাওরাঞ্চলে ক্লিনিক নির্মাণ হলেও আজও চালু হয়নি স্বাস্থ্যসেবা।’

জয়পুর গ্রামের বাসিন্দা আমিনা বেগম বলেন, ‘মুজরাই কমিউনিটি ক্লিনিকটি বন্ধ থাকায় আমরা চিকিৎসা সেবা ও বিনামূল্যে সরকারি ওষুধ থেকে বঞ্চিত হচ্ছি। বাজারের হাতুড়ে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়ে একে ত অর্থের অপচয়, অন্যদিকে অপচিকিৎসার শিকার হতে হচ্ছে।’

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘খুব দ্রুতই মুজরাই কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এ বিষয়ে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। যাতে খুব দ্রুত সময়ের মধ্যে ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে।’

(ঢাকাটাইমস/১৯মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :