চলেই গেল ফেলে রাখা ছাইয়ের আগুনে দগ্ধ শিশুটি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মার্চ ২০২১, ১২:৫৪ | প্রকাশিত : ২১ মার্চ ২০২১, ১২:২৪

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বেড়াতে গিয়ে সড়কের পাশে অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ১১ বছর বয়সী ওই শিশুটির নাম আরাফাত। সে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের আয়েন আলীর ছেলে।

আরাফাত ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামে নানা আয়েন আলী মন্ডলের বাড়িতে বেড়াতে এসেছিল।

রবিবার সকাল সাড়ে সাতটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

গত ১৫ মার্চ শ্রীপুর গ্রামের সরকার অটোরাইস মিলের জ্বলন্ত ছাইয়ে পড়ে দগ্ধ হয় আরাফাত। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।

শিশু আরাফাতের চাচা আসাদুজ্জামান তার ভাতিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, বিষয়টির তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :