সালথা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের দেয়াল ভাঙচুর

সালথা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৯:৫৯ | প্রকাশিত : ২৪ মার্চ ২০২১, ১৮:৪৮

ফরিদপুরের সালথা উপজেলায় প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের দেওয়াল ভেঙে ফেলেছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ক্লাবের সহসভাপতি আজিজুর রহমান বাদী হয়ে সালথা থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।

সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা অভিযোগ করে বলেন, উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে আমাদের প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ চলছিল। গত ৩ মার্চ ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। কাজ শুরুর প্রথম থেকেই স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নেতৃত্বে কয়েক দফা ভবন নির্মাণ কাজে বাধা দেয়া হয়। আমরা তাদের বাধা উপেক্ষা করে কাজ চলমান রাখি। এরপর ওই নেতা ফেসবুকে প্রেসক্লাবের ভবন নির্মাণ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে উস্কানিমূলক পোস্ট দেন। ফেসবুকে পোস্ট দেয়ার পর মঙ্গলবার রাতের কোনো এক সময় ক্লাবের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে ফেলার ঘটনা ঘটে। আমরা এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিব সরকার বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, সালথা থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এ বিষয় দ্রুত ব্যবস্থা নেবেন।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :