নদীভাঙন কবলিত এলাকায় স্বাস্থ্যবিধি মেনে কাজ চলবে

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২১, ১৮:৪৬
অ- অ+

লকডাউনেও নদীভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ এলাকার চলমান কাজ স্বাস্থ্যবিধি মেনে চালিয়ে যাবে সরকার। যাতে আগামী আসন্ন বর্ষায় মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বিষয়টি জানিয়েছেন। রবিবার সকাল ১০টায় শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া এলাকায় পদ্মার ডান তীর রক্ষা বাঁধের চলমান কাজ পরিদর্শন শেষে নড়িয়ার সাধুর বাজার এলাকায় একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্বাবধান ও নির্দেশনায় আমরা শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে চলমান নদীভাঙন রোধের ও বাঁধের কাজে নিয়োজিত রাখব।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাওর এলাকার পাকা ধান নিরাপদে কৃষকের গোলায় তোলার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। আমরাও আমাদের নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে সেভাবে পরামর্শ প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’

এছাড়াও আগামীকাল থেকে সরকার ঘোষিত লকডাউনের নির্দেশাবলী যাথাযথভাবে পালন করার জন্য শরীয়তপুরবাসীকে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

পরিদর্শকালে তার সঙ্গে ছিলেন শরীয়তপুর পারিন উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা