কবিতা

শর্তবিহীন সমর্পণ

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২১, ১৪:৩৫
অ- অ+

আমার হারের মাঝেই যখন তোমার সকল অহংকার,

প্রতিক্ষণেই মেনে নেবো শর্তবিহীন সকল হার।

আমার সমর্পণেই যদি তোমার সকল মহত্ত্ব!

তোমার পায়েই লুটিয়ে দেবো,সকল শক্তি-সামর্থ।

আমি নিঃস্ব হলেই যদি মনটা তোমার তৃপ্ত হয়,

বিত্ত ফেলে বাউল বেশে ঘুরবো সারা বিশ্বময়।

জলে যদি ডুবতে বলো, ডুববো আমি নির্ভয়ে,

তুমি যেমন চাইবে তেমন চলবে আমার দমের শ্বাস,

হোক তা নরক, সেই নরকই আমার জন্য স্বর্গবাস।

আমার ভাবনা মেলবে ডানা তোমার ভাবনা যেমন চায়,

প্রাণকে আমি সঁপে দেবো তোমার চাওয়া যেই থাবায়।

তুমি যেমন বলবে তেমন হবে আমার প্রাণ বলী,

তোমার জন্যে সেটাই আমার সর্বশ্রেষ্ঠ অঞ্জলী।

শুকনো পাতা নিক উড়িয়ে; নতুন দিনের সুখ-হাওয়া,

আমায় খানিক মনে রেখো; এই টুকুনই শেষ চাওয়া।

তোমার মনের আলোর ছটায় ঘুচবে আমার অন্ধকার,

আমার হারই তোমার গলায় আমার বিজয় অলংকার।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা