জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ১৭:০৯

রাজধানীর বাংলামোটরে জনকণ্ঠ ভবনের সামনে দৈনিক জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের শান্তিপূর্ণ হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের চাকরিচ্যুতসহ অন্যান্য সাংবাদিকরা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সংক্ষুব্ধ সাংবাদিক সমাজ’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর মালিকপক্ষের সন্ত্রাসী হামলার ঘটনায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে চাকরিচ্যুত সাংবাদিকরা বলেন, আমরা গতকাল রবিবার বেলা ১২টায় জনকণ্ঠ ভবনের সামনে জড়ো হয়ে চাকরিচ্যুতের প্রতিবাদে বিক্ষোভ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান করি। কিন্তু বিকাল পাঁচটার দিকে হঠাৎ করে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করে। তার সঙ্গে যোগ দিয়েছিলেন জনকণ্ঠে বর্তমানে কর্মরত কর্মচারীরাও। আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত।

তারা বলেন, গতকালের ঘটনার প্রতিবাদ জানাতে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে অনুরোধ করি, গতকালের ঘটনার সমাধান চাই। না হলে বৃহত্তর সাংবাদিক সমাজ নিয়ে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবো।

গতকালের ঘটনায় সাংবাদিক সংগঠনগুলোর বিবৃতি প্রত্যাশা করে বলা হয়, ‘আমরা সাংবাদিকদের সংগঠনগুলো যেমন- জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর মতো সংগঠনগুলোকে আমরা রাজপথে দেখতে চাই, আমাদের পাশে দেখতে চাই। তাদের কাছ থেকে বিবৃতি দেখতে চাই।’

সাংবাদিকদের এই প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কুদ্দুস আফ্রাদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, জনকণ্ঠের সাংবাদিক ইউনিয়নের ইউনিট চিফ রাজন ভট্টাচার্য, ডেপুটি ইউনিট চিফ পলাশ চন্দ্র দাস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আবদুল গফফর খান, গতকালের ঘটনায় আহত সাংবাদিক ফিরোজ মান্নাসহ জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ক্র্যাবের আল্টিমেটাম

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

এই বিভাগের সব খবর

শিরোনাম :