বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ মামলা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১২:১৫ | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১২:০৩

বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে না চলার অভিযোগে জনসাধারণের বিরুদ্ধে ১৮৯টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত একইসঙ্গে তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করে। গত ছয় দিনে জেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানার টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার লকডাউন ঘোষণার পর থেকে বাগেরহাটের জনসমাগমের উৎসস্থল হাটবাজারগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

গত ১৪ এপ্রিল থেকে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা স্বাস্থ্যবিধি প্রতিপালনে মাঠে সার্বক্ষণিক কাজ করছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয়দের অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে সব সময় নিরুৎসাহিত করছে। যারা স্বাস্থ্যবিধি মানছেনা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। গত ছয় দিনে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৮৯টি মামলা করে। এসময় তাদের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :