স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা গুনলেন তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২১, ১৯:৩৩

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন ভঙ্গ করে র‌্যাবসা করা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানায় ১৯ জনকে জরিমানার আওতায় এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনব্যাপী করপোরেশনের বিভিন্ন অঞ্চলে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে ১৯ মামলায় মোট ৯১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এর মধ্যে ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডে চারটি মামলায় ৭৫ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে ১৩টি মামলায় ১০ হাজার ১০০ টাকা এবং ১০ নম্বর অঞ্চলের ৪২ নম্বর ওয়ার্ডে দুটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :