হাত বাঁধা অবস্থায় উদ্ধার সাংবাদিক সিয়াম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের কাছে হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে গতকাল থেকে নিখোঁজ সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। তার কাছ কাছে থাকা মোবাইল, ঘড়ি ও নগদ টাকাসহ মানিব্যাগ খোয়া গেছে বলে জানা গেছে।
আরটিভির সাবেক কর্মী সিয়াম নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু ট্রিবিউনের বাংলাদেশ ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
শুক্রবার (২৩ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এক ব্যক্তি সিয়ামকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনদের খবর দেয়া হলে তারা সেখানে ছুটে যান।
সিয়ামের বন্ধু সার্জিন শরীফ জানান, সিয়ামকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার পশ্চিম নাখালপাড়ার বড় বোনের বাসা থেকে বের হওয়ার পর থেকে সিয়ামের খোঁজ মিলছিল না। তার খোঁজ চেয়ে শুক্রবার দুপুরে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী শারমীন সুলতানা।
আজ বিকালে এক ব্যক্তি সিয়ামের স্ত্রীর ফোনে কল করে জানান, সিয়ামকে নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পাওয়া গেছে। তার হাত বাঁধা ছিল এবং তিনি অনেক দুর্বল ছিলেন। পরে আমরা ঘটনাস্থলে ছুটে যাই।
শরীফ আরও জানান, উদ্ধারের পর নিকটস্থ একটি গাড়ির গ্যারেজে সিয়ামকে নিয়ে যাওয়া হয়। তার হাতে-মুখে ব্লেডের প্রচুর আঘাত। তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার মোবাইল, ঘড়ি, নগদ টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জানা যায়, ‘পৃথিবীটা ভীষণ সুন্দর। আর মানুষও। সবাইকে সালাম। ভালো থাকবেন’ ফেসবুকে এমন পোস্ট দেয়ার তিন ঘণ্টা পর থেকে খোঁজ মিলছিল না সিয়ামের।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এআর/জেবি)

মন্তব্য করুন