লকডাউনেও দৌলতদিয়া-পাটুরিয়ায় ঢাকামুখী যাত্রীদের ঢল

এম, মনিরুজ্জামান, রাজবাড়ী
| আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ২১:৩৪ | প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২১, ২১:১৮

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলছে সর্বাত্মক লকডাউন। সরকারি নিষেধাজ্ঞায় বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ সার্ভিস। বন্ধ রয়েছে যাত্রী পারাপার। কিন্তু লকডাউনে ফেরিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও প্রশাসনের অনুমতিতে বিশেষ জরুরিভাবে কোন যানবাহন ছাড়া অন্য কোন যানবাহন ও যাত্রী পারাপার বন্ধের কঠোর নির্দেশনা থাকলেও দৌলতদিয়া দিয়ে পারাপার হচ্ছে ব্যক্তিগত অসংখ্য ছোট গাড়ি ও এ সুযোগে অসংখ্য যাত্রীও। রবিবার থেকে সরকার দিনে ছয় ঘণ্টা দোকানপাট ও শপিংমল এবং ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার ঘোষণা দেওয়াতে দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার যাত্রী শনিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাটে এসে ভিড় করেন। বেলা বাড়ার সাথে সাথে দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাটে যাত্রী সাধারণের ঢল নামে। আর লঞ্চ বন্ধ থাকার কারণে ছোট ছোট ট্রলার ও স্প্রিট বোর্ডে অতিরিক্ত ভাড়ায় যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা-যমুনা পারি দিচ্ছেন।

যাত্রী ও ছোট গাড়ির চাপে এ সময় ফেরিতে সিরিয়াল না মেনে পুলিশের সামনেই গাদাগাদি করে উঠতে ও নামতে দেখা গেছে প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীদের।

ফেরিতে মোটরসাইকেলের বেশি ভাড়া নেয়ার এ কারণে ইঞ্জিনচালিত ট্রলারে করে পার করা হচ্ছে যাত্রী ও মোটরসাইকেল।

শনিবার দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা গেছে, গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনে করে মানুষ ঘাটে আসছে। ভেঙে ভেঙে ঘাটে পৌঁছতে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ফেরি ঘাট ছেড়ে যাচ্ছে না। অনেক সময় অ্যাম্বুলেন্স পেতে ফেরিগুলোকে অপেক্ষায় করতে হয় দুই-তিন ঘণ্টা পযর্ন্ত। এসময় ঘাটে আসা যাত্রী এবং ব্যক্তিগত গাড়িগুলোকেও অপেক্ষায় থাকতে হয় কখন অ্যাম্বুলেন্স ও পাস নিয়ে কোন জরুরি গাড়ি ঘাটে আসবে। একটি ফেরি ছাড়ার প্রস্তুতি নিতেই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা।

ফেরিতে পার হতে গেলে দীর্ঘসময় অপেক্ষায় থাকতে হয় এজন্য বিকল্প হিসেবে ইঞ্জিনচালিত ট্রলারে করে নদী পার হচ্ছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি আছে জেনেও ট্টলারেই পদ্মা পাড়ি দিচ্ছেন শত শত মানুষ। বেশিরভাগের মুখে নেই মাস্ক। উপেক্ষিত সামাজিক দূরত্বও।

বিআইডব্লিউটিসির কর্মকর্তা এবং নৌ-পুলিশের চোখের সামনেই ট্রলারে যাত্রী পারাপার হলেও তা বন্ধে তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

অভিযোগ রয়েছে, ট্রলার মালিকদের কাছ থেকে উৎকোচ নিচ্ছে ফেরিতে যাত্রী পারাপার টিকিটের দায়িত্বে থাকা ঠিকাদারের লোকজন। প্রতি ট্রিপে ১০০ টাকা করে আদায় করেছেন তারা।

যশোর থেকে মোটরসাইকেল করে দৌলতদিয়া ঘাটে আসা এনজিও কর্মী তৈফিকুল আলম জানান, আমার মা অসুস্থ। তাই গাজীপুরে যাব। অনেক কষ্ট করে ঘাটে এসেছি। প্রায় দুই ঘণ্টা ধরে ঘাটে বসে আছি। কিন্তু নদী পার হতে পারছি না। তাই বাধ্য হয়ে ট্রলারে যাচ্ছি।

দৌলতদিয়া ঘাট থেকে ট্রলারে করে পাটুরিয়া ঘাটে যাচ্ছেন অসুস্থ শহীদুল আলম। তিনি জানান, সকালে নড়াইল থেকে আসছি ঘাটে ট্রলারে যাত্রী ভাড়া ৫০ এবং মোটরসাইকেল ভাড়া নিয়েছে ৩০০ টাকা। এটি এক ধরনের জুলুম। মানুষের বিপদকে কাজে লাগিয়ে ব্যবসা করছে ট্রলারগুলো।

ট্রলার চালক খোরশেদ আলম বলেন, ‘লঞ্চ, ফেরি বন্ধ। যাত্রীরা পারাপার করতে পারছে না। তারা বাধ্য হয়ে ট্রলারে পার হচ্ছে। সবারই বিপদ। তারা যাচ্ছে দেখেই আমরা তাদের নিচ্ছি। প্রশাসনের লোকজন মাঝে মাঝে বাধা দেয়। এরপরও কী করার আছে? পেটের দায়ে নৌকা চালাই।‘

বিআইডব্লিউটিসির টার্মিনাল সুপারেনটেন্ড খুরশিদ হাসান বলেন, ফেরির পন্টুনে না ভিড়তে ট্রলারগুলোকে বলা হয়েছে। এরপরও সুযোগ পেলেই তারা যাত্রী তুলে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

গোয়ালন্দ থানার ওসি আবু তাইয়াবীর বলেন, ট্রলারে অবৈধভাবে যাত্রী পারাপার বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে বেশ কয়েকটি ট্রলারকে জরিমানাও করা হয়েছে। এরপরও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু ট্রলার মালিক যাত্রী পারাপার করছে। এ বিষয়ে আরো কঠোর অভিযান চালানো হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুবর্ণচরে এমপিপুত্র শাবাব বিজয়ী

নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

কুমিল্লার তিন উপজেলায় দুই নতুন মুখ, লাকসামে ইউনুসের হ্যাট্রিক

বান্দরবান সদরে আ.লীগ নেতাকে হারিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা কুদ্দুস বিজয়ী

ভোট দিলেন কেরানীগঞ্জের বিএনপি নেতা, ফাঁকা ছিল বেশিরভাগ কেন্দ্র

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুরে চেয়ারম্যান পদে তিন উপজেলায় যারা নির্বাচিত হলেন

হাইকোর্টের আদেশ স্থগিত: ঝিনাইদহ-১ আসনে নির্বাচনে বাধা নেই

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বাঙালিকে আলোর পথ দেখায়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুমিল্লায় ট্রান্সফর্মার চোর চক্রের সদস্য গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :