হিলিতে ঘুমন্ত যুবকের ওপর এসিড নিক্ষেপ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২১, ১৯:৪৮
অ- অ+

দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) ঘুমন্ত অবস্থায় ইলিয়াস হোসেন (৩২) নামে এক যুবককে এসিড নিক্ষেপ করে ঝলসে দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে হাকিমপুর (হিলি) পৌর সভার ৮ নং ওয়ার্ডের রাউতারা মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি ওই মহল্লার আশরাফ মন্ডলের ছেলে।

এসিড দগ্ধ ইলিয়াস হোসেনের দাবি, মসজিদ পরিচালনা কমিটির দ্বন্দ্বে বেশ কিছুদিন থেকে একই মহল্লার সাত্তার মন্ডলের ছেলে মাসদ রানা আমাকে হুমকি দিয়ে আসছে। সে এই ঘটনাটি ঘটিয়েছে।

জানা গেছে, ইলিয়াছ হোসেন প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খারাব খেয়ে তার শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় দেড়টার দিকে কে বা কারা তাকে লক্ষ্য করে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এরপর সে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. গাদ্দাফি শিকদার জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন অংশে ৫/৬ শতাংশ ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনা জানার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়। দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার 
মোংলায় কোস্ট গার্ডের দুর্যোগকালীন উদ্ধার ও অগ্নি নির্বাপণী প্রশিক্ষণ কার্যক্রম
গণতন্ত্রের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে ঐকমত্য কমিশনে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা