টুইটারের পর কাজও হারালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ১০:০৯
অ- অ+

ধারাবাহিক হিংসাত্মক পোস্ট করার জন্য মঙ্গলবার টুইটারে স্থায়ী ভাবে নিষিদ্ধ হয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তিনি কাজও হারালেন। ভবিষ্যতে কঙ্গনার সঙ্গে কোনো কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউডের দুই নামী ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ ও রিমঝিম ডাদু।

এছাড়া অভিনেত্রীর সঙ্গে আগামী বেশ কিছু কাজ বাতিলও করেছেন তারা। এখানেই শেষ নয়, এ পর্যন্ত কঙ্গনার সঙ্গে যে সব কাজ করেছেন আনন্দ ও রিমঝিম, সে সবও নেট মাধ্যম থেকে সরিয়ে ফেলার কথা জানিয়েছেন তারা।

ঘটনার সূত্রপাত পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফলকে ঘিরে। ২ মে ফলাফল প্রকাশের পর থেকেই একের পর এক পোস্টে ভরে উঠেছে কঙ্গনার টুইটার হ্যান্ডেল। মমতা বন্দ্যোপা‌ধ্যায়কে রাবণের সঙ্গে তুলনা করা থেকে শুরু করে পশ্চিমবাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা। এমনকি এ রাজ্যে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানান কেন্দ্রীয় সরকারের কাছে।

এর পরই চূড়ান্ত পদক্ষেপ নেয় টুইটার কর্তৃপক্ষ। স্থায়ী ভাবে নিষ্ক্রিয় করে দেয়া হয় কঙ্গনার টুইটার হ্যান্ডেল। দিনের পর দিন টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন টুইটারের মুখপাত্র। তাদের আশঙ্কা, কঙ্গনার এমন ধারাবাহিক বক্তব্যের ফলে হিংসার উদ্রেক হতে পারে।

মঙ্গলবার বিকাল বেলা একই রকম পদক্ষেপ নেন ভারতের দুই খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ এবং রিমঝিম ডাদুর। দুজনেই তাদের ইনস্টাগ্রামে জানান, আগামী দিনে যে যে প্রকল্পের কথা হয়েছিল কঙ্গনার সঙ্গে, তা বাতিল করা হবে। এর আগে যা যা কাজ তারা করেছেন, সে সব ছবি ও ভিডিও নেটমাধ্যম থেকে তুলে নেয়া হবে।

এমন কঠিন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে আনন্দ লিখেছেন, ‘আজকের (মঙ্গলবার) সমস্ত ঘটনার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কোনো ভাবেই উস্কানিমূলক বক্তব্যকে সমর্থন করব না।’ রিমঝিম লিখেছেন, ‘ঠিক কাজ করার নির্দিষ্ট সময় হয় না।’ অভিনেত্রী স্বরা ভাস্কর দুই ডিজাইনারের এমন সিদ্ধান্তের প্রশংসা করে টুইট করেছেন।

ঢাকাটাইমস/০৫মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
হাসিনা চ্যাপ্টার ক্লোজড, আ.লীগ উইল নেভার কাম ব্যাক: হাসনাত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা