শ্রাবন্তীদের টিকিট দিয়েছিল কে? প্রশ্ন বিজেপি নেতার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ১০:৩২
অ- অ+
ছবির বামে বিজেপি নেতা তথাগত রায়, ডানের শ্রাবন্তীদের সঙ্গে নৌকাবিহারে শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীরা

পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ এক ডজন তারকাকে বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু একমাত্র অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বাদে বাকি সবাই দলকে হতাশ করেছেন। জিততে পারেনি কেউই। তৃণমূল প্রার্থীদের কাছে বড় ব্যবধানে হেরেছে সবাই।

এই ঘটনার পর বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় তুলোধুনা করেছেন শ্রাবন্তীদের। ভোটের কয়েক দিন আগে তৃণমূলের প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপির তিন তারকা প্রার্থী শ্রাবন্তী, পায়েল এবং তনুশ্রীর নৌকাবিহারের ঘটনা নিয়েই ক্ষেপেছেন তিনি। মঙ্গলবার সেই ঘটনার প্রসঙ্গ টেনে বেশ কয়েকটি টুইট করেছেন তথাগত।

সে সব টুইটের একটিতে তিনি পায়েল-শ্রাবন্তী-তনুশ্রীদের ‘নগরীর নটী’ বলে বিদ্রুপ করেছেন। লিখেছেন, ‘নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন। এরপর হেরে ভূত হয়েছেন। তাদেরকে টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দরা একটু আলোকপাত করবেন কি?’

এ ব্যাপারে শ্রাবন্তী গণমাধ্যমকে বলেছেন, ‘উনি (তথাগত) দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে আছেন। ওঁনার কথা শুনেছি। তবে আমার মনে হয়, এই ধরনের মন্তব্য করার আগে ওঁনার বিষয়টি জেনে নেয়া উচিত ছিল।’

অন্যদিকে নির্বাচনের টাকা দিয়ে ‘কেলি’ করে বেড়ানোর ব্যাপারে নায়িকার পাল্টা প্রশ্ন, ‘আপনার (তথাগত) কাছে কী প্রমাণ আছে, আমরা ভোটের টাকায় ঘুরে বেড়িয়েছি বা কেলি করেছি! যদি থাকে, তাহলে প্রমাণ দিয়ে তবেই কথা বলুন।’ শ্রাবন্তীর এই মন্তব্যের পর এবার তথাগত কী বলেন, সেটাই দেখার।

ঢাকাটাইমস/০৫মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা