দ্বিতীয় দফা রিমান্ডে হেফাজত নেতা শাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মে ২০২১, ১৫:০০ | প্রকাশিত : ০৫ মে ২০২১, ১৪:৫৮
শাখাওয়াত হোসাইন (ফাইল ছবি)

আট বছর আগে ঢাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা দুই মামলায় ধর্মভিত্তিক সংগঠনটির সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার প্রথম দফা রিমান্ড শেষে শাখাওয়াতকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ২০১৩ সালে মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় তার সাত দিন মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

অন্যদিকে সাখাওয়াতের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেক মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে মুফতি শাখাওয়াতকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম। পরদিন ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

প্রথম দফা রিমান্ড শেষে আজ তাকে আদালতে তুলে দুই মামলায় তার রিমান্ড চাওয়া হলে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকাটাইমস/৫মে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলা: আপিল শুনানি দ্রুত করতে আসামির আবেদন

পরিবেশ রক্ষায় ঢাকাসহ সারাদেশে গাছ কাটা বন্ধে হাইকোর্টে রিট

এ জে মোহাম্মদ আলীর সম্মানে আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ বন্ধ ঘোষণা

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

এই বিভাগের সব খবর

শিরোনাম :