দ্বিতীয় দফা রিমান্ডে হেফাজত নেতা শাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২১, ১৪:৫৮| আপডেট : ০৫ মে ২০২১, ১৫:০০
অ- অ+
শাখাওয়াত হোসাইন (ফাইল ছবি)

আট বছর আগে ঢাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা দুই মামলায় ধর্মভিত্তিক সংগঠনটির সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার প্রথম দফা রিমান্ড শেষে শাখাওয়াতকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ২০১৩ সালে মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় তার সাত দিন মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

অন্যদিকে সাখাওয়াতের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেক মামলায় তিন দিন করে মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে মুফতি শাখাওয়াতকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি টিম। পরদিন ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

প্রথম দফা রিমান্ড শেষে আজ তাকে আদালতে তুলে দুই মামলায় তার রিমান্ড চাওয়া হলে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকাটাইমস/৫মে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা