পপির অপেক্ষায় নির্মাতা রাজু আলীম

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ১৪:২৯
অ- অ+

পাঁচ নায়িকা নিয়ে ‘ভালোবাসার প্রজাপতি’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন সাংবাদিক, উপস্থাপক ও পরিচালক রাজু আলীম। এই পাঁচ নায়িকার একজন হলেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। তার বিপরীতে নিজেই নায়কের ভূমিকায় নির্মাতা রাজু আলীম।

তিনি জানান, বহুদিন ধরে চিত্রনায়িকা পপির খোঁজ মিলছে না। আমি তার অপেক্ষায় আছি। আমার ছবির শুটিং প্রায় শেষ। মাত্র তিনদিন শুটিং আর দুইদিন ডাবিংয়ের কাজ বাকি। সেটা শেষ করার জন্য পপিকে প্রযোজন। তিনি সময় দিলে ছবিটি পরিপূর্ণ হতো। শুটিংয়ে না পেলেও পপির ডাবিং অবশ্যই লাগবে। তার জন্য সব কাজ আটকে আছে।’

আড়াল ভেঙে পপি বাকি কাজটুকু শেষ করে দিলে ভালোবাসার প্রজাপতি সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পেতে পারতো বলেও জানান নির্মাতা রাজু আলীম। তিনি বলেন, প্রেম, বাস্তবতা ও করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের জীবনযাপন নিয়ে তার এই সিনেমার গল্প সাজানো হয়েছে।

বিগ বাজেটের এই সিনেমায় রাজু আলীম ও পপি ছাড়াও অভিনয় করছেন শিপন মিত্র, মিস ইউনিভার্স বাংলাদেশ শিলা, আলিশা ইসলাম, প্রিয়মনি, খালিদ মাহবুব তুর্য, তানিন তানহা, মেহেদী পলাশ, ডিজে সোনিকা প্রমুখ।

ঢাকাটাইমস/০৭মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা