ভার্চুয়াল কোর্ট শুরুর পর ৪২২ শিশুর জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২১, ২০:১০| আপডেট : ০৭ মে ২০২১, ২০:১২
অ- অ+

করোনা মহামারি প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৮ কার্যদিবসে সারাদেশের শিশু আদালত থেকে ৪২২ শিশুকে জামিন দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে সংশোধনাগার থেকে মুক্ত হয়েছে।

শুক্রবার ঢাকাটাইমসকে বিষয়টি জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। তিনি জানান, বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ৫৮ হাজার ৬০৫ টি মামলার শুনানি হয়েছে। এসব মামলায় ৩১ হাজার ২০৮ আসামিকে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে ৪২২ জন শিশুও রয়েছে। জামিনপ্রাপ্তরা সবাই কারামুক্ত হয়েছেন বলে জানান তিনি।

গতকাল ৬ মে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩৬৩৬টি জামিন আবেদনের নিষ্পত্তি করা হয়। এতে ১ হাজার ৯১৭ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন।

করোনা পরিস্থিতি মোকাবেলায় গত ৫ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালতগুলোতে ভার্চুয়ালি শুনানি করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি, হাইকোর্ট বিভাগে চারটি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখা হয়। এছাড়াও সারাদেশের মহানগর ও জেলা আদালতগুলোতে একজন করে ম্যাজিস্ট্রেট মামলা পরিচালনা করবেন উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট।

(ঢাকাটাইমস/৭মে/এআইএএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা