নোয়াখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৯০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ১১:১৯
অ- অ+

নোয়াখালীতে নতুন করে আরও ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ১৭ দশমিক ০৬ ভাগ। জেলা মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮০২ জন। এদিকে, স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে করোনায় আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, জেলার সদরে ২৪ জন, বেগমগঞ্জে ১৬ জন, সোনাইমুড়ীতে ৫ জন, চাটখিলে ৩ জন, সেনবাগে একজন ও কবিরহাটসহ গত ২৪ ঘণ্টায় করোনায় ৫১ জন নতুন আক্রান্ত হয়েছেন। জেলায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১১৪ জনের।

এদিকে, লকডাউন চলাকালে সরকারি নিষেধ অমান্য করে রাত ৮টার পর দোকান-পাট, শপিংমল খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে চলায় শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৮টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় মানুষকে মাস্ক পরিধান নিশ্চিত করতে ও স্বাস্থ্যবিধি মানাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লঙ্কান ঘূর্ণিতে ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারাল বাংলাদেশ
ডিপ্লোমাধারীদের সিডিসি প্রদানের সিদ্ধান্ত বাতিলসহ ৫ দাবিতে মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
কুমিল্লার পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা