‘খালেদাকে নিয়ে সরকারের চালাকি মোটেই উচিত হচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ১৯:৩৮
অ- অ+

উন্নত চিকিৎসার জন্য করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এটা নিয়ে সরকারের ‘চালাকি’ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার টাঙ্গাইলের সন্তোষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তর্ক-বিতর্ক না করে মানবিকতার কারণে দেশের মঙ্গলের জন্য খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া উচিত। তাকে নিয়ে সরকারের এমন চালাকি করা মোটেও উচিত হচ্ছে না। উনার যে অবস্থা এদেশে চিকিৎসা হচ্ছে না। লাঞ্চে পানি আসাটা খুবই খারাপ লক্ষণ। যেকোনো সময় কোনো কিছু হতে পারে। এটা দেশের জন্য খুবই বিপদজনক।’

বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, ‘চিকিৎসার জন্য আমাদের প্রধানমন্ত্রীও দেশ বাইরে গিয়েছেলেন। যখন আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে তখনইতো অনুমতি দিতে পারতো সরকার। এটাতো আধা ঘণ্টার কাজ। মানবিকতার কারণে হলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া উচিত।’

করোনা পরিস্থিতিতে ঈদযাত্রা সম্পর্কে জাফরুল্লাহ বলেন, ‘মানুষ যেভাবে বাড়ি ফিরছে তাতে করোনায় রোগ আরও বাড়বে। বড় লোকেরা প্লেনে যাবে, নিজের গাড়িতে যেতে পারবে। আর সাধারণ মানুষ বছরে একটা ঈদ করতে পারবে না, এটা হয়? করোনায় রোগ বাড়তে পারে এজন্য অনেক সহজ পথ ছিল। পরিষ্কার করে বলা যেত, যারা বাড়ি যাবে তারা একদিন আগে রোগটা পরীক্ষা করে নেন। সরকার করোনার মৃত্যু কম দেখানোর জন্য পরীক্ষা কম করছে।’

মওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আজকে এই সময়ে যারা দেশ চালাচ্ছেন, তাদেরকে ধমক দিয়ে কথা বলার একমাত্র মানুষ ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। উনাকে অনুসরণ করলেই জাতি জীবিত থাকবে, ভালোভাবে বেঁচে থাকবে।’

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

(ঢাকাটাইমস/০৯মে/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা