সর্বদা রাশিয়ার স্বার্থ রক্ষার অঙ্গীকার পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ২১:৩৮
অ- অ+

রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করে রাশিয়া।

কুচকাওয়াজ উপলক্ষে রেড স্কোয়ারে দেওয়া এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ সব সময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে। এর পাশাপাশি দেশ ও জাতির স্বার্থ রক্ষা করেছে। তিনি বলেন, রুশ জনগণ যাতে অনিরাপদবোধ না করে সে বিষয়ে সোচ্চার রয়েছে তার সরকার।

রাশিয়া সম্পর্কে ভীতি ছড়িয়ে দেয়ার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন ভ্লাদিমির পুতিন। ইউরোপ ও আমেরিকার যখন রাশিয়ার উত্তেজনা বাড়ছে তখন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হিটলার বাহিনীকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাবেক সোভিয়েত ইউনিয়ন। প্রতি বছর ৯ মে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিজয়ের বার্ষিকী উপলক্ষে রাশিয়ায় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অবশ্য গত বছর করোনার কারণে তারিখ পিছিয়ে দেয়া হয়েছিল। এ বছরও করোনা মহামারি রয়েছে, তবে তারিখ পেছানোর প্রয়োজন মনে করেনি মস্কো।

কুচকাওয়াজে ১২ হাজারের বেশি রুশ সামরিক সদস্য অংশ নেয়। এছাড়া ৭৬টি বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া দেয়। কুচকাওয়াজ চলাকালে আকাশে রঙিন ধোঁয়া উড়িয়ে রাশিয়ার পতাকা আঁকেন শুখোই-২৫ জঙ্গিবিমানের পাইলটেরা।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা