নোয়াখালী পৌরসভার ১৪ হাজার পরিবারকে ঈদ উপহার

নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪ হাজার পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় পৌরসভা ভবন চত্বরে পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল এ ঈদসামগ্রী বিতরণ করেন।
পৌর মেয়র জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা উপহারের পাশাপাশি পৌরসভা থেকে সেমাই, দুধ, চিনিসহ নানা ঈদসামগ্রী যোগ করে পৌরসভা এলাকার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। করোনার এ সময় বেশিরভাগ মানুষেরই আয় বন্ধ হয়ে গেছে। যাতে করে আয় বন্ধ হয়ে যাওয়া মানুষগুলো অন্তত ঈদ ভালোভাবে উদযাপন করতে পারে এ জন্যই আমাদের এ প্রয়াস।

মন্তব্য করুন