মালয়েশিয়া পাচারকালে ১৮ রোহিঙ্গা উদ্ধার, ২ পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২১, ১৯:৪৯
অ- অ+

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় বসত বাড়ি থেকে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে পাচার চক্রের দুই নারী সদস্যকে।

সোমবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়া ঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে পাঁচজন পুরুষ, ১০ জন নারী ও তিনজন শিশু। তারা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আটক পাচার চক্রের সদস্যরা হলেন, টেকনাফের হ্নীলা নয়াপাড়া জালিয়াঘাটার মো. রফিকের স্ত্রী রশিদা বেগম (৩৫) ও একই এলাকার মো. মুসার স্ত্রী রাজিয়া(২০)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একদল রোহিঙ্গাকে জড়ো করার খবর পেয়ে পুলিশের একটি দল হ্নীলা জালিয়া ঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচার চক্রের সদস্য পালিয়ে যাওয়া রফিকুলের বসত বাড়ি থেকে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১১মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা