নড়াইলে শিশু নির্যাতন মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ২০:২৮
অ- অ+

নড়াইলের কালিয়া উপজেলার মধুপুর এলাকায় রাজু চৌধুরী (১৪) নামে এক শিশুকে নির্মমভাবে নির্যাতন মামলার প্রধান আসামি নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ফোরকান মোল্যাকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নড়াগাতি আমলী আদালতের বিচারক হেলাল আহম্মেদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সুপারি চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতা শাহ ফোরকান মোল্যা শিশু রাজুকে ব্যাপক মারধরসহ লাথি মারেন। এছাড়া শিশুটিকে গালিগালাজ করেন। ঘটনাটি ২০২০ সালের ২৪ ডিসেম্বর হলেও ১০ মে রাতে নির্যাতনের এই ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওচিত্রে দেখা গেছে, আওয়ামী লীগ নেতা ফোরকান মোল্যা ছাড়াও সাদা গেঞ্জি পরিহিত অপর ব্যক্তি ওই শিশুটিকে ব্যাপক মারধর করেন। তাদের কথাবার্তায় জানা যায়, নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের মধুপুর এলাকায় সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়েছে। এ সময় আত্মচিৎকার করে বাঁচার চেষ্টা করছে শিশুটি।

এ মারধরের ভিডিওচিত্র ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারও দাবি করেন তারা। গত ১০ মে রাতে রাজুর বাবা পদ্মবিলা গ্রামের কাইয়ুম চৌধুরী বাদী হয়ে ফোরকান মোল্যাসহ তিনজনের নামে নড়াগাতী থানায় মামলা করেন।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকা
মানিকগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
অবাধ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে: লায়ন ফারুক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা