ক্রিকেট ক্যারিয়ারে যে দুটি আফসোস শচিনের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মে ২০২১, ১৫:১২

ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকালকে সর্বকালের সেরা ক্রিকেটার বললে হয়তো দ্বিমত পোষণ করবেন না কেউই। ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে প্রায় সকল প্রকার রেকর্ড গড়েছেন। এরপরও বর্নাঢ্য এই ক্যারিয়ারে দুটি আফসোস রয়ে গেছে মাস্টার ব্লাস্টার খ্যাত এই ক্রিকেট তারকার।

ভারতীয় আরেক কিংবদন্তি সুনিল গাভাস্কার এবং নিজের ছোটবেলার প্রিয় তারকা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে খেলতে না পারার আফসোসে ভুগছেন শচিন। সম্প্রতি ক্রিকেট ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্যই জানান তিনি।

গাভাস্কার এবং ভিভ রিচার্ডের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার দুইটি আফসোস রয়েছে। প্রথমটা হলো আমি কোনোদিন সুনিল গাভাস্কারের সঙ্গে খেলতে পারিনি। আমি যখন বড় হই, তখন গাভাস্কারই ছিলেন আমার ব্যাটিংয়ের নায়ক। তার সঙ্গে এক দলে খেলতে না পারা আমার বড় আফসোস। আমার অভিষেকের কয়েক বছর আগেই তিনি অবসরে যান।’

দ্বিতীয় আফসোসের ব্যাপারে তিনি বলেন, ‘আমার অন্য আফসোস হলো, ছেলেবেলার নায়ক স্যার ভিভিয়ান রিচার্ডসের বিপক্ষে খেলতে না পারা। কাউন্টি ক্রিকেটে তার বিপক্ষে খেলার সৌভাগ্য হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না পারার আফসোস এখনও পড়ায় আমাকে। যদি স্যার ভিভ ১৯৯১ সালে অবসর নিয়েছেন কিন্তু আমাদের কখনও মুখোমুখি দেখা হয়নি।’

(ঢাকাটাইমস/৩০মে/ এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :