দুই দিনের জন্য বন্ধ ঢাকা প্রিমিয়ার লিগ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২১, ১১:৩২| আপডেট : ০১ জুন ২০২১, ১১:৫৫
অ- অ+

টুর্নামেন্ট শুরু হওয়ার পরদিনই দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) খেলা। মূলত ভারী বৃষ্টিপাত এবং প্রতিকূল আবহাওয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

তবে প্রথমদিনের মতো এই ম্যাচগুলো পরিত্যক্ত ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। এ বিষয়ে তিনি বলেন, ‘প্রথমদিনের মতো আজকের ম্যাচগুলো বাতিল হবে না। বরং দুইদিনের জন্য স্থগিত করা হয়েছে লিগ। আগামী ৩ জুন ফের দ্বিতীয় রাউন্ডের সূচি মোতাবেকই মাঠে গড়াবে খেলা। অর্থাৎ বডিলি শিফট হবে টুর্নামেন্টের বাকি সূচি।’

ঢাকা প্রিমিয়ার লিগের সূচি অনুযায়ী বিকেএসপির তিন নম্বর মাঠে আজ (মঙ্গলবার) খেলার কথা ছিল ব্রাদার্স ইউনিয়ন-লেজেন্ডস অব রূপগঞ্জ এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব-পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ দুইটি। অন্যদিকে চার নম্বর মাঠে হওয়ার কথা আবাহনী লিমিটেড-ওল্ড ডিওএইচএস এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-শাইনপুকুর ম্যাচ দুইটি। কিন্তু বৃষ্টিতে পণ্ড হয়েছে ম্যাচগুলো।

এ ম্যাচগুলো সব হবে আগামী ৩ জুন। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের কোনো ম্যাচই বাতিল নয়। বরং বাড়ছে টুর্নামেন্টের দৈর্ঘ্য। এখন তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে যাবে।

(ঢাকাটাইমস/০১জুন/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা