ঠাকুরগাঁওয়ে চলছে কোচিং বাণিজ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

জুনাইদ কবির, ঠাকুরগাঁও
  প্রকাশিত : ০৬ জুন ২০২১, ১২:২৩| আপডেট : ০৬ জুন ২০২১, ১২:২৭
অ- অ+

করোনা মহামারির কারণে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্দেশ অমান্য করে চলছে কোচিং ও প্রাইভেট বাণিজ্য। অভিযান-জরিমানা করেও থামানো যাচ্ছে না তাদের। ফলে শিক্ষার্থীদের মধ্যে আইন না মানার প্রবণতা যেমন বাড়ছে তেমনি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

শহরের হাজিপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, নর্থ ভিউ স্কুলসহ আশপাশের ৪/৫টি কোচিং সেন্টারে চলছে ক্লাস।

কোচিংয়ের দায়িত্বরতরা বলেন, তারা অনলাইনে কোচিং করাচ্ছেন। তবে কোচিং সেন্টারে শিক্ষার্থীরা কী করছে তার কোনো সদুত্তর দিতে পারেননি তারা। কোচিংয়ের ব্যাচে পড়াতে দেখা যায় মিঠুন, তুশারসহ নাম প্রকাশে অনিচ্ছুক আরো কয়েকজনকে শিক্ষককে।

করোনার পরস্থিতিতে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং বা প্রাইভেট পড়ানোয় শিক্ষার্থীসহ তাদের পরিবারের সদস্যরা ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন সচেতন মহল।

করোনা সংক্রমণ রোধে গত বছরের ১৬ মার্চ দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তারপর থেকে এখনো পর্যন্ত সেই নির্দেশ বলবৎ রয়েছে। এর মধ্যে দেশে করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। এর মধ্যেও নির্দেশনা মানছে না বেশিরভাগ কোচিং সেন্টার।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা পরিস্থিতিতে অযাচিতভাবে যারা কোচিং বাণিজ্য চালাবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ন্ত্রণ করতে আমাদের ভ্রাম্যমাণ আদালত সর্বদা কাজ করে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৬জুন/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
পঞ্চগড় সীমান্তে আবারও ১৫ জনকে পুশইন করলো বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা