পঞ্চগড়ে বাসের ধাক্কায় খাদ্যগুদাম কর্মকর্তা নিহত

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২১, ১৮:২৩
অ- অ+

পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সুবল কুমার সরকার (৫০) নামে খাদ্য বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার দুপুরে বোদা উপজেলা মন্নাপাড়া এলাকার পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুবল কুমার ঠাকুরগাঁও জেলার দক্ষিণ বঠিনা ফারাবাডড়ি এলাকার নরেশ চন্দ্র সরকারের ছেলে।

ঘটনার পর জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলীসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রয়োজনের কারণে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুবল কুমার সরকার ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে করেপঞ্চগড়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন। মন্নাপাড়া এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। এসময়গুরুতর আহতঅবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বাসটিকে আটক করা হলেও ঘটনার পর থেকে বাসচালক ও সহকারী পলাতক। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/৬জুন/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা