শর্তসাপেক্ষে অটোপাস দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২১, ২১:৩০
অ- অ+

করোনা মহামারি পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে অটোপাস দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীরা একই ক্লাসে বছরের পর বছর বসে থাকবে তা হয় না। তাতে তো কোনো লাভ নেই। তাদের বয়স বাড়বে আর একই শ্রেণিতে থাকবে এটার অবসান হওয়া দরকার। একারণে অনার্স প্রথম বর্ষে যারা আছে তাদের শর্তসাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

ভিসি বলেন, ‘যারা করোনার আগে একটি টেস্ট পরীক্ষা দিয়েছে, এখন তাদের প্রমোশন দেয়া হচ্ছে। শর্ত হলো, করোনা পরস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসবে তখন সবাইকে সশরীরে পরীক্ষা দিয়ে পাস করতে হবে।’

উপাচার্য জানান, করোনার মধ্যে তারা পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষ এবং অনার্স মাস্টার্সেও একইভাবে অটোপাসের চিন্তা করছেন। আর এরমধ্যে অনলাইনে পরীক্ষা নেয়ার গ্রহণযোগ্য এবং অনুমোদিত সফটওয়্যার এসে গেলে সমস্যা থাকবে না বলে মনে করেন তিনি।

(ঢাকাটাইমস/১৫জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে আগুন, হামলা-ভাঙচুর
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
সংসদের উচ্চকক্ষ হবে কি না সংশয়, সিদ্ধান্ত আগামী সপ্তাহে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা