রূপগঞ্জে যুবলীগ নেতা সোলাইমান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২১, ১৯:২৭
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগ নেতা সোলাইমান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার দুপুর দুইটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন মুরাপাড়া ইউনিয়নবাসী।

মানববন্ধন থেকে সোলাইমান হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

এসময় নিহতের বাবা সালাউদ্দিন মিয়া বলেন, ‘গত ১ জুন সকালে তার ছেলে সোলাইমানকে ব্যবসার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ ও কমিশনার মনিরসহ তাদের লোকজন নৃশংসভাবে হত্যা করে।’

তিনি বলেন, ‘এলোপাতাড়ি কুপিয়ে ও ইট দিয়ে থেতলে প্রকাশ্যে হত্যার পরও প্রশাসন নিঃশ্চুপ। অথচ আমি আমার ছেলেকে হারিয়ে নিঃস্ব। জানি, ফিরে পাবো না। কিন্তু এমন হত্যাকারীরা বুকটান করে ঘুরে বেড়াচ্ছে। এ খুনের বিচার না হলে তারা আরও অনেক বাবার বুক খালি করবে। মায়ের কোল খালি করবে।’

হত্যা মামলার বাদী সোলাইমানের ছোট ভাই রাজীব মিয়া বলেন, ‘ভাইয়ের হত্যাকাণ্ডে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমাছকে প্রধান আসামি করে ২১ জনের নামে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়েছে। কিন্তু অর্ধমাস পেরিয়ে গেলেও জোরালো পদক্ষেপ নেয়নি পুলিশ প্রশাসন।’ মানববন্ধনে দুই শতাধিক মুরাপাড়াবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, নিহত সোলাইমানের ভাই সাব্বির, বোন আরজুদা বেগম, চাচাতো ভাই শফিকুল ইসলাম ও মোহাম্মদ আলী, ভাগিনা পারভেজ প্রমুখ।

ঢাকাটাইমস/১৬জুন/আরএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা