বোয়ালের দাম ২১ হাজার!

রাজবাড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২১, ২০:৫৫| আপডেট : ১৬ জুন ২০২১, ২০:৫৬
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহিরচর দৌলতদিয়া এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি বিশাল বোয়াল। যার দাম হয়েছে ২০ হাজার ৮০০ টাকা। বুধবার দুপুর ২টার দিকে জেলে অমিত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া ঘাটের আরিফা-চাঁদনী মৎস্য ভাণ্ডারের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বোয়াল মাছটি ১৮০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকা দিয়ে জেলে অমিত হালদারের কাছ থেকে কিনে নেন।

জেলে অমিত হালদার বলেন, মাছ ব্যবসায়ী চান্দু মোল্লার কাছে দৌলতদিয়ার বাবু সরদারের আড়ত থেকে ১৮০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ১১ কেজি ওজনের বোয়াল মাছটি জেলে অমিত হালদারের কাছে থেকে ১৯ হাজার ৮০০ টাকায় কিনেছি। এখন মাছটি ১৯০০ টাকা কেজি দরে ঢাকায় বিক্রি করা হবে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্ষা মৌসুমে পদ্মা নদীতে এত বড় বোয়াল মাছ খুব কমই দেখা যায়।

(ঢাকাটাইমস/১৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই
সঞ্চয়পত্রের মুনাফা বাড়ালে কেউ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা 
পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই: নাহিদ ইসলাম  
৩০ বল ধরে বাউন্ডারি নেই,পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন পারভেজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা