প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২১, ১১:৫৫| আপডেট : ১৮ জুন ২০২১, ১২:১৬
অ- অ+

কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জোকানন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকায় নেয়ার পথে মারা যান ফখরুল আলম।

এসআই আবদুর রহমান জানান, বাস ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। লাশ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৮জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিবন্ধন চাওয়া ১৪৪ দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি
নোয়াখালীতে খালের উপরের শতাধিক অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা