শেরপুরে কিশোরী গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২১, ১৭:৫৬
অ- অ+

শেরপুরের শ্রীবরদীতে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় সুন্দর আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার চুকচুকি গ্রামে। তিনি ওই গ্রামের লংগড় আলীর ছেলে।

সংশ্লিষ্ট থানা পুলিশের ওসি বিপ্লব কুমার বিশ^াস বিকালে জানান, গেল বুধবার দুপুরে ভুক্তোভোগী কিশোরী উপজেলার খ্রিস্টানপাড়া এলাকায় তার খালুর ক্ষেতে করলা তুললে গেলে গণধর্ষণের শিকার হয়। পরে খবর পেয়ে বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করলে ওই কিশোরীর অভিযোগেরভিত্তিতে সুন্দর আলীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া শুক্রবার বিকালে কিশোরীর বাবা আমির হামজা চারজনকে আসামি করে একটি মামলা করেন।

ওসি আরো জানান, অভিযুক্ত সুন্দর আলীকে বিকালে আদালতে পাঠানো হয়। অন্যদিকে কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা