কতো রঙের রঙিলা রে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ১৯ জুন ২০২১, ২১:৪০
অ- অ+

তোমরা এতো রঙের খেলা ক্যামন করে খেলো?

জীবনে নেই রঙের আঁচড়; সবি শাদা-কালো।

চোখের জলের বেসাত বেঁচো রঙের পসরায়,

রঙের এতো ঢঙ দেখে যে পিত্তি জ্বলে যায়।

রঙের বাহার ফুরিয়ে যাবে; হবে ছন্নছারা,

রঙ্গ যখন ভঙ্গ হবে সঙ্গ দেবে কারা?

রবে তুমি সঙ্গবিহীন একলা বেকারার,

তোমায় ফেলে সঙ্গি-সাথি হবে পগারপার।

ওরা কেবল রঙের সাথি, রঙ ফুরালে হাওয়া,

বাপের সাধ্যি নেই যে ওদের টিকির নাগাল পাওয়া।

রঙের লীলা করুণ খেলা বড়োই ভয়ংকর,

রঙের চমক, খ্যাতির বিনাশ—– বন্ধু পরস্পর।

রঙ মেখে আর সঙ সেজো না; রাস্তা ধরো সোজা,

নইলে রঙের কৌটো হবে নিজের কাঁধের বোঁঝা।

ইতিহাসের পাতায় পাতায় লিখছে বেরসিকে,

রঙের যতোই তালি মারো; রঙ তো হবেই ফিঁকে।

রঙের মোড়ক আলগা হলে চমক যাবে টুটে,

উঠবে সবার চোখে তোমার আসল আদল ফুটে।

জং ধরা সব সুখ্যাতিরা হাসবে উপহাসে,

করবে রঙের শাপ-শাপান্ত প্রতি শ্বাসে শ্বাসে।

রঙের হোলি খেলার শেষে উঠবে ধুলির ঝড়,

সব রঙিলার রঙ্গরসই যাবে লোকান্তর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়
বাজারে বেড়েছে সবজি, মুরগির দাম
সিরাজগঞ্জে মোটরসাইকেল সংঘর্ষে ২ জনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা