স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন রাশেদ ইকবাল চৌধুরী

জাতীয় সংসদের স্পিকারের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। তিনি পরিকল্পনা বিভাগে সংযুক্ত উপসচিব ছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রেষণ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা, পরিকল্পনা বিভাগে সংযুক্ত উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর চাকরি স্পিকারের সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বের কার্যকর করা হবে।
(ঢাকাটাইমস/২৩জুন/ইএস)

মন্তব্য করুন