বিদেশ পাঠানোর নামে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুন ২০২১, ১৬:১৮

প্রতারণার মামলায় আনাস জামিল (৩৫) নামে এক মাওলানাকে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আনাস জামিল মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের মৃত আ. আজিজ হাওলাদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদারীপুর সদর মডেল থানার এসআই মো. হাসানুজ্জমান বলেন, সদর উপজেলার চন্ডীবর্দী এলাকার দুই যুবক রাকিব বেপারী ও তার ফুপাতভাই আবু সাইদকে বিদেশে নেয়ার কথা বলে এক বছর আগে ১০ লাখ টাকা নেন আনাস জামিল। এক বছরের বেশি সময় পার হয়ে গেলেও রাকিব এবং আবু সাইদকে বিদেশে না নিয়ে ঘুরাতে থাকেন। এক পর্যায়ে তিনি মাদারীপুর ছেড়ে বাগেরহাট চলে যান এবং একটি মাদ্রাসায় চাকরি নেন। এ ঘটনায় গত ৯ জুন রাকিব বেপারী বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন একটি মাদ্রাসা থেকে আনাস জামিলকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা বলেন, গ্রেপ্তার আনাস জামিল এজাহার নামীয় আসামি। দুপুরে তাকে আদালতে পাঠানো হলে জেল-হাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :