বিভিন্ন দেশের জাতীয় ফুলের গল্প

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২১, ১৯:২৬
অ- অ+

জাতীয় ফুল একটি দেশের পরিচিতি বহন করে। বিভিন্ন মানদন্ডের নিরিখে একটি দেশ কোনো একটি ফুলকে সে দেশের জাতীয় ফুলের মর্যাদা প্রদান করে। সরকারি কোনো সিদ্ধান্তে কিংবা সে দেশের জনগণের আনুষ্ঠানিক কোনো মতামতের ভিত্তিতে একটি অতি পরিচিত এবং জনপ্রিয় ফুলকে ওই দেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

চলুন আজ জেনে নিই এমনই কয়েকটি ফুলের কথা, যেগুলো জাতীয় ফুল হিসেবে বিভিন্ন দেশে মর্যাদা পেয়েছে তাদের গুণাবলী, প্রাপ্যতা এবং গুরুত্বের ওপর ভিত্তি করে।

জাপান: চেরি ফুল জাপানের জাতীয় ফুল হিসেবে স্বীকৃত। চেরি ফুলের স্থানীয় নাম সাকুরা। প্রাচীনকাল থেকেই জাপানীরা এই ফুলের চাষ করে আসছে। প্রত্যেক জাপানী নাগরিক তাদের বাড়ির পাশের উঠোনে কিংবা সড়কের পাশে সারিবদ্ধভাবে এই গাছ লাগানোর ঐতিহ্য এখনো মেনে চলে। এই ফুল তাদের চেতনার শক্তি এবং কর্ম উদ্দীপনার প্রতীক হিসেবে বিবেচিত। জাপানী ১০০ ইয়েনের মুদ্রায় চেরি ফুলের প্রতীক খোদাই করা রয়েছে। ঐতিহ্যগত জাপানি বস্ত্রগুলোতে অনুপ্রেরণার উৎস হিসেবে সাকুরার প্রিন্টের বহুল ব্যবহার লক্ষণীয়।

স্কটল্যান্ড: এখানকার জাতীয় ফুল থিসল। এই ফুলের উৎপত্তিস্থল ভূমধ্যসাগরীয় অঞ্চলে। এর গায়ে কাঁটাও আছে। ঐতিহাসিকদের মতে, এই ফুলের কাটার কারণে যুদ্ধের সময় স্কটিশরা নরওয়ের সৈন্যদের হাত থেকে বেঁচে গিয়েছিল। তখন থেকে এই ফুলটি তাদের আত্মরক্ষার প্রতীক।

নেপাল: হিমালয় কন্যা নেপাল। পাহাড় বেষ্টিত এ দেশটির জাতীয় ফুল উজ্জ্বল লাল রঙের রডোডেনড্রন। এটি মূলত গোলাপ গাছ। একে ‘কিং অফ শ্রাবস’ও বলা হয়। নেপালি ভাষায় এ ফুলকে বলা হয় ‘লালী গুরানস’। হিমালয়ের আশপাশের পাহাড়ি অঞ্চলে প্রায় সময় এই ফুলটিকে ফুটে থাকতে দেখা যায়। প্রজাতির প্রাচুর্যের কারণে হিমালয় অঞ্চলকে এ ফুলের অন্যতম উৎপত্তিস্থল হিসেবে ধারণা করা হয়।

সুইজারল্যান্ড: এডেলওয়াইজ’ সুইজারল্যান্ডের জাতীয় ফুল হিসেবে পরিচিত। প্রতি বছর জেনেভা ও জুরিখের পুষ্প প্রদর্শনীতে এডেলওয়াইজ ফুলের বিভিন্ন প্রজাতির সমারোহ পুষ্প দর্শনার্থীদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। ‘নোবল হোয়াইট’ অভিজাত সম্প্রদায় ও স্বচ্ছতার প্রতীক। পাহাড়ের অনেক উপর ফোটে এই ফুল। অপূর্ব সুগন্ধে মাতোয়ারা করে দেয় চারিদিক। কথিত রয়েছে কোনো প্রেমিক তার প্রেমিকাকে এডেলওয়াইজ উপহার দেওয়াই ছিল সেই প্রেমের সার্থকতা।

ভুটান: পূর্ব হিমালয়ের শেষ প্রান্তে অবস্থিত ভুটানের জাতীয় ফুল ব্লু পপি। বিশ্বের অন্যতম দুর্লভ একটি ফুল। এই দুর্লভ ফুল হিমালয় উপত্যকায় দেখতে পাওয়া যায়। এই দুর্লভ প্রজাতির ফুলকে ভুটান দিয়েছে জাতীয় ফুলের মর্যাদা।

রাশিয়া: বহু বছর ধরে ক্যামোমিল রাশিয়ার জাতীয় ফুল হিসেবে পরিচিত। এই ফুল থেকে একরকম ভেষজ চা তৈরি করা হয়, যা ক্যামোমিল নামেই পরিচিত এবং স্বাস্থ্যকরও। চায়ের সঙ্গে এই ক্যামোমিল ফুল মিশিয়ে খেলে মানসিক চাপ দূর হয়। একইসঙ্গে এটি অন্ত্রের গ্যাস ও পেশীর ব্যথা দূর করতে, ক্যান্সার এবং ক্ষত নিরাময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অস্ট্রেলিয়া: গোল্ডেন ওয়াট্ল অস্ট্রেলিয়ার জাতীয় ফুল। অস্ট্রেলিয়ায় পয়লা সেপ্টেম্বর ওয়াট্ল দিবস হিসেবে পালিত হয়। সাধারণত হলুদ হলেও কিছু প্রজাতি সাদা রঙেরও হয়। সুগন্ধী হওয়ায় এই ফুল পারফিউম, সাবান তৈরিতে ব্যবহৃত হয়।

ইংল্যান্ড: গোলাপ ইংল্যান্ডের জাতীয় ফুল। সারা বিশ্বে এই ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে মানা হয়, যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত।

দক্ষিণ আফ্রিকা: দেশটির জাতীয় ফুল প্রোটিয়া। ১৭৩৫ সালে গ্রীক দেবতা প্রোটিয়াসের নামানুসারে ফুলটির নাম দেয়া হয় প্রোটিয়া। দেবতা প্রোটিয়াস ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রূপ ধারণ করতে পারতেন। দেবতার এই চরিত্রের সাথে ফুলের সাদৃশ্য লক্ষ্য করে ফুলটির নাম প্রোটিয়া দেয়া হয়।

ফ্রান্স: ফ্রান্সের জাতীয় ফুল আইরিস। এই ফুলের তিনটি পাঁপড়ি বুদ্ধি, বিশ্বাস এবং শৌর্যের প্রতীক। ‘আইরিস’ শব্দটি গ্রীক, এর অর্থ রংধনু। গ্রিক দেবী আইরিশের নামানুসারে এই ফুলের নামকরণ হয়েছে। আবার সাদা আইরিস পবিত্রতার পরিচয় বহন করে। কসমেটিকস তৈরিতে ব্যবহৃত হয় ফুলটির রস।

ভারত: ভারতের জাতীয় ফুল পদ্ম। ইংরেজি নাম লোটাস। বহু বছর ধরে এই ফুল ভারতের জ্ঞান, প্রজ্ঞা, সৌভাগ্য, সম্মান ও দীর্ঘ জীবনের প্রতীক। ভারত ছাড়া ভিয়েতনামেরও জাতীয় ফুল পদ্ম। এছাড়া মিশরে এই ফুলকে সূর্যদেবের প্রতীক হিসেবে মনে করা হয়।

বাংলাদেশ: নদীমাতৃক বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা। জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক। শাপলা প্রাচুর্য আনে আর বাংলাদেশের গ্রাম-বাংলার মেহনতি মানুষের পুষ্টির প্রধান উপকরণও এটি। অথচ অযত্নে লালিত, নদী-নালা, খালবিল ও জলাশয়ে ফুটে থাকে এই শাপলা। এজন্য শাপলাকে বাংলাদেশের জাতীয় ফুল হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

ঢাকাটাইমস/৩জুলাই/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে দিনভর বৃষ্টিতে জনভোগান্তি, লঞ্চ চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
সিরাজগঞ্জে মোটরসাইকেলে প্রাণ গেল তিন বন্ধুর
নিম্নচাপে পরিণত হয়েছে লঘুচাপটি, বাড়ছে বাতাসের গতিবেগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা