হাসপাতালের পিসিআর মেশিন নষ্ট, জমে আছে চার শতাধিক নমুনা

কিশোরগঞ্জ প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ১০ জুলাই ২০২১, ১০:৫৮ | প্রকাশিত : ১০ জুলাই ২০২১, ১০:৫২

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনটি নষ্ট হয়ে গেছে। ফলে গত দুদিন ধরে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি জেলা সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার হাসপাতালের ল্যাবে থাকা পিসিআর মেশিনটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর থেকে করোনার নমুনা পরীক্ষা করা যাচ্ছেনা। এতে করোনার উপসর্গ থাকা রোগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

করোনা পরিস্থিতি শুরু হলে গত বছরের ৩১ মে এ হাসপাতালে রিয়াল টাইম পলিমারেস চেইন রি-অ্যাকশন (আরটি পিসিআর) ল্যাব স্থাপন করা হয়। এখান থেকে প্রতিদিন দুই শিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হতো। মেশিন নষ্ট হয়ে যাওয়য় গত দুইদিনে চার শতাধিক নমুনা জমা পড়েছে। আটকে থাকা করোনা পরীক্ষার নমুনাগুলো শনিবার সকালে ঢাকায় পাঠানো হবে বলে জানান সিভিল সার্জন মুজিবুর রহমান।

এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম জানান, পিসিআর মেশিনটি যেখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। তারা শনিবার সকালে প্রকৌশলী পাঠানোর কথা রয়েছে। মেশিনটি মেরামত করা গেলে শনিবার বিকাল থেকে আবার কাজ শুরু করা যাবে বলে তিনি আশা করছেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :