শাহজাদপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২১, ২১:৫১
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা (৩৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শাহজাদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হাসানের বিরুদ্ধে এ অভিযোগ। সোমবার দুপুরে উপজেলার পিপিডি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল রানা উপজেলার পৌর সদরের পুকুর পাড় মহল্লার আসাব আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, রবিবার সন্ধ্যায় সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে পাশের মার্কেটে গেলে শাহজাদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হাসান, হৃদয় খান এবং রানা মিলে বেধড়ক পেটায়। আহত সোহেল রানাকে এলাকাবাসী উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। সোমবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পিপিডি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কাউন্সিলর নাজমুল হাসানের ভাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ভয়ে অভিযোগ করতে পারছেন না নিহত সোহেলের পরিবার। একইসঙ্গে প্রশাসনকে না জানিয়ে বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে লাশ দাফনের পাঁয়তারা করছে এই প্রভাবশালী মহল।

তবে কী কারণে এই হত্যা হয়েছে তা কেউ সুস্পষ্টভাবে বলতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনগণের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

শোকে আহাজারি করে নিহত সোহেল রানার মা রোমি বেগম বলেন, ‘নাজমুল, হৃদয় আর রানা মিলে আমার ব্যাটাকে মাইর্যাা ফালাইছে বাপরে, আমার ব্যাটা কী এমন কইছিল যার লাইগ্যা মাইর্যাত ফালান লাগবে। আমি গরিব মানুষ, কার কাছে বিচার চামু। পুলিশকে ডাকছি এহুনো আইছেনাই। ওরা মেলে টেহা আলা, তাই পুলিশ আইছে না।’

এ ব্যাপারে নিহতের ভাতিজা শানিম অভিমান করে সাংবাদিকদের বলেন, ‘এ বিচার আমরা পাবো না। কে বিচার করবে এদেশে তাদের। যার গেছে সেই বোঝে। আমরা বিচারও পামু না। তাই কাহুর কাছে বিচারও চাই না।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদ মাহমুদ খান বলেন, ‘আমি কিছুক্ষণ আগে খবর পেয়েছি। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

ওসি বলেন, ‘কী কারণে এই মৃত্যু হয়েছে তা তদন্তের পরে জানা যাবে।’

(ঢাকাটাইমস/২৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা